৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

শি, মোদি ও পুতিনের খোশগল্প সাংহাই সম্মেলনে!

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২ পিএম

২০টিরও বেশি দেশের শীর্ষ নেতাদের নিয়ে চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সম্মেলন শুরুর আগে খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে কয়েকটি দেশের নেতাদের।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিনজনই ছিলেন হালকা মেজাজে। তিন নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তিন নেতার বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা সামনে এলো।

এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, তার সঙ্গে দেখা করা সবসময় আনন্দের। সম্মেলন ভেন্যু থেকে পাওয়া অন্যান্য ভিডিও ও ছবিতে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে করমর্দন ও হাসিমুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়।

মোদি আরও লেখেন, তিয়ানজিনে আলাপচারিতা চলছেই! এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়। তিন নেতার এই হাস্যোজ্জ্বল ছবি ২০১৮ সালের ব্রিকস সম্মেলনের সময় তোলা অনুরূপ ছবির কথা মনে করিয়ে দিচ্ছে।

এর আগে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শির মধ্যে ৫০ মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের শুরুতে মোদি বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছর রাশিয়ার কাজানে হওয়ার বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। এদিকে রাশিয়ার তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর আজ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x