২৭ অক্টোবর ২০২৫ সোমবার
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:১২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মেসির ১০ নম্বর জার্সি উঠছে আলমাদার গায়ে

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:১২ পিএম

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আনুষ্ঠানিক শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে জোড়া গোল করে দলকে জেতানোর পর মেসি জানিয়ে দেন যে, ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনি খেলবেন না।

মেসি জানান, তিনি ক্লান্ত। যে কারণে ইকুয়েডরে ভ্রমণ করবেন না। বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডর ম্যাচে লিও’র ওই নাম্বার টেন জার্সি পরতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া ২৪ বছর বয়সী তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদা।

ক্রিস্টিয়ান কামিনোর বরাত দিয়ে আর্জেন্টিনার প্রভাবশালী ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, আলমাদার গায়ে উঠতে যাচ্ছে আর্জেন্টিনার দশ নম্বর জার্সি। আলমাদা এর আগে আর্জেন্টিনার যুব পর্যায়ে দশ নম্বর জার্সি পরে খেলেছেন।

মেসি এর আগেও আর্জেন্টিনার অনেক ম্যাচ মিস করেছেন। কখনো ইনজুরির কারণে, কখনো বিশ্রামজনিত কারণে তিনি খেলেতে পারেননি। কিন্তু তার দশ নাম্বার জার্সি দেওয়া হয়নি কাউকে।

মেসি অভিমানে ২০১৬ সালে জাতীয় দল থেকে সাময়িক অবসর নিয়েছিলেন। তখন এভার বানেগা এবং হাভিয়ের পাস্তোরে কিছুদিন তার দশ নম্বর জার্সি পরেছিলেন। মেসি ফিরতেই ফেরত পান তার আইকনিক জার্সি। তবে ২০১৮’র রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর মেসির দেশের জার্সিতে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। তখনও মেসির জন্য দশ নম্বর জার্সি তুলে রাখা হয়েছিল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x