৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার সূচি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৭ পিএম

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত শুধুমাত্র ঢাকা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯ তম বিশেষ ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ প্রকাশ করা হবে।

এর আগে, ৪৯তম বিশেষ ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের আবেদন শুরু হয় ২২ জুলাই থেকে। আবেদন চলে ২২ আগস্ট পর্যন্ত। এ ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

জানা যায়, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেয়া হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x