৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর

সিলেটকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরীর লক্ষ্যে চালু হচ্ছে জিনিয়া

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

সিলেট নগরবাসীকে পুলিশের পক্ষ থেকে দ্রুত সেবা দিতে জিনিয়া (GenieA) নামে একটি অ্যাপস চালু করার উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এসএমপি কমিশনার হিসেবে যোগদান করার পরদিনই এমন উদ্যোগ নিয়ে অ্যাপসটি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরবাসীকে খোলাচিঠি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান নবাগত পুলিশ কমিশনার। এর আগে বুধবার বিকেলে এসএমপি কমিশনার হিসেবে যোগদান করেন তিনি।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘ GenieA ’। এক ক্লিকেই লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ মিলবে জরুরি সব পুলিশি সহায়তা। আমরা আশা করছি অক্টোবর মাসের শুরুতেই এটিকে চালু করতে পারব। সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন গড়তে চালু করা হলো জিনিয়া (GenieA)।

এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই পাওয়া যাবে পুলিশের সহায়তা। থাকবে সহজ রিপোর্টিং ব্যবস্থা, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, লোকেশন শেয়ার, নোটিফিকেশন ও অভিযোগ ট্র্যাকিং সুবিধা। ভবিষ্যতে এ অ্যাপে যুক্ত হবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক সাক্ষ্য প্রমাণ সংরক্ষণের সুবিধা।

সিলেটবাসীর উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়তে পুলিশের পাশাপাশি জনগণের অংশগ্রহণও জরুরি। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়-এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। যৌথ প্রচেষ্টাতেই গড়ে উঠবে নিরাপদ সিলেট, যেখানে বাচ্চারা নির্ভয়ে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। GenieA অ্যাপ সিলেটবাসীর আস্থা ও নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে সিলেটে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এসএমপির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x