জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে (জাকসু) যে কোনো মূল্যে অকার্যকর করতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।
পোস্টে আরিফ উল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে। ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না।
জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র একজোট হয়ে ব্যর্থ করে দেয়ারও আহ্বান জানান তিনি। এদিকে ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কারণেই এই ভোগান্তি বলে অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রদলের চাপে ওএমআর মেশিন বাতিল করায় পুরো নির্বাচনী ব্যবস্থায় গণ্ডগোল বেঁধেছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আর বাগছাসের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যার মধ্যে ফল ঘোষণা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।