৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

অশ্লীল কনটেন্ট প্রচারণায় টিকটকার আলিশা গ্রেপ্তার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

অশ্লীল কনটেন্ট প্রচারণার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তানের কেপি প্রদেশের পুলিশ। অভিযানে টিকটক তারকা আলিশাকে গুলভার শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে তার বিরুদ্ধে একটি মামলা করেছে আইন প্রয়োগকারী সংস্থা। জানা যায়, টিকটকার আলিশা অশ্লীল কনটেন্ট পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও শর্টস ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হাজার হাজার ভিউ সংগ্রহ করেন। ফলে সমালোচনার মুখে পড়েন তিনি।

এই টিকটকার গ্রেপ্তারের পর অশ্রুসিক্ত চোখে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে তাকে নিজের ভুল স্বীকার করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থনা করতে দেখা গেছে। একইসঙ্গে জানান, ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না।

আলিশার ২১ হাজারের অধিক ফলোয়ারসহ ফেসবুক পেজটি দীর্ঘদিন ধরে ভক্তদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এরপরও আলোচনার বাইরে ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি অশ্লীল কনটেন্ট পোস্টের মাধ্যমে রাতারাতি মূলধারায় শিরোনামে ওঠে এসেছেন তিনি।

এদিকে আলিশা গ্রেপ্তারের পর এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাকে গ্রেপ্তার করা ন্যায়সংগত নাকি অতিরিক্ত চরমপন্থি, তা নিয়েও কথা বলছেন অনেকে। তবে পাকিস্তানে পূর্ববর্তী সময়ে টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এরপর চীনা মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘অশ্লীল’ বিষয়বস্তু ব্লক করতে এবং সংযম থাকার বিষয়গুলো উন্নত করতে সম্মতি দেওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্থানীয় নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে বিবেচিত ভিডিওগুলোর জন্য পেশোয়ার আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x