বিশিষ্ট লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও লাইফ সাপোর্টে নেয়া হয় দুদিন আগে। তবে ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ফরিদা পারভীনের ছেলে সংবাদ মাধ্যমকে জানায়, তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বলেছেন, অবস্থা ক্রিটিক্যাল। পরিস্থিতি সংকটাপন্ন। আরও জানা যায়, ফরিদা পারভীনের কিডনি, ব্রেইন কাজ করছে না। ফুসফুসে সমস্যা আছে। হার্টে অনিয়মিত হৃৎস্পন্দন আছে।
রক্তের সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেয়া সম্ভব হচ্ছে না।’ ফরিদা পারভীনের সার্বক্ষণিক চিকিৎসার জন্য ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড করা হয়েছে। আজ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। এরপর বলা যাবে অবস্থা কোন দিকে যাচ্ছে এমনটা জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাতে হয় তাকে। ২ সেপ্টেম্বর ডায়ালিসিসের জন্য মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।