৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: জামায়াত

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সংসদ নির্বাচন হতে বলে সরকারকে হুঁশিয়ার করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দেওয়ার উপযুক্ত সময়। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সবাইকে ডাকুন, সাংবিধানিক আদেশ অথবা গণভোটের মাধ্যমে সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করুন।

আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতি নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

নির্বাচনের পর ভোটে রাজি হলেও, বিএনপি সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদের বাইরে সংবিধানে পরিবর্তনের বিপক্ষে। দলটির অবস্থান হল, আগামী সংসদে সংবিধান সংশোধন করে সাংবিধানিক সংস্কার কার্যকর করা হবে। এরপর হবে গণভোট। জামায়াত নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার কার্যকর এবং গণভোট চায়।

বিএনপির প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেন, কেউ কেউ বলছেন যে- এটা করা যাবে না, ওটা করা যাবে না। কিন্তু বিদ্যমান কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। আরেকটি হাসিনার জন্ম হবে।

সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে? তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিন। সাংবিধানিক আদেশ জারি করুন। গণভোট দিন। ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন।

সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের অভিপ্রায়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, দুই তিন মাস আলোচনার পর, একটি দল (বিএনপি) যা বলে, তাই যদি হয়, তাহলে কেন এত পরিশ্রম করালেন? গোলাম পরওয়ার বলেছেন, পিআর মানতে হবে। ৭০ ভাগ মানুষ পিআরের পক্ষে। ঐকমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জনগণ পিআর চায় না। এর জবাবে গোলাম পরওয়ার বলেন, একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খায় নাকি মাথায় দেয়! কোনো রাজনৈতিক তা বলতে পারে না। তাই পিআর প্রশ্নে গণভোট দিন। গণভোটে জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে মেনে নেব। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বক্তৃতা করেন। সমাবেশের পর বিক্ষোভ জিপিও মোড়, পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x