৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম

এ সম্পর্কিত আরও খবর

বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন, তামিমের অভিযোগ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম

আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। রোববার তফশিল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচনে অংশ নিতে চান বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম ইকবাল। তিনিও নির্বাচনে অংশ নিতে চান।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তামিম। অভিযোগে তামিম অভিযোগে বলেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ে বিসিবিতে ফরম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। বিসিবি সভাপতি বুলবুল স্বাক্ষরির এক চিঠিতে সেসব মনোনয়ন বাতিল করেছেন। তিনি অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন। যা ক্ষমতার অপব্যবহার।

শুধু বিসিবি সভাপতি বুলবুল নন তামিমের অভিযোগের তীর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালকের দিকেও। তামিম আসন্ন এই বিসিবি নির্বাচনকে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির ক্ষমতা প্রয়োগ থেকে মুক্ত রাখার আহ্ববান জানান। তার মতে, বিসিবি ও এনএসসি যেটা করেছে তা ইলেকশন নয় সিলেকশন।

তামিম বলেন, ‘বুলবুল ভাই বলেছিলেন, নির্বাচন নিয়ে তার ধারণা একদম শূন্য। অথচ আপনারা তার চিঠি দেখেছেন। তিনি স্বাক্ষর করে আগের কাউন্সিলরদের বাদ দিতে বলেছেন। শুধু অ্যাডহক কমিটির থেকে কাউন্সিলর দিতে বলেছেন। আগের সব চিঠিতে প্রধান নির্বাহীর সাইন করা। গঠনতন্ত্র অনুযায়ী, কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও স্বাক্ষর করতে পারবেন না। এই চিঠিতে কোন ক্ষমতাবলে স্বাক্ষর করে তিনি ডিসিদের পাঠিয়েছেন?’

সুষ্ঠুর বিসিবি নির্বাচনের আহ্বান জানিয়ে তামিম বলেন, স্বচ্ছ নির্বাচন হলে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন, ‘বিসিবিতে সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ পরিবর্তন মেনে নেওয়া হবে না। আমি শুধু স্বচ্ছ নির্বাচন চাই, জিতি বা হারি তা পরের ব্যাপার।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাব ক্রিকেট কোঠার বিসিবির কাউন্সিলর ইশরাক হোসেন। তিনি বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে ইশরাক জানান, সরকারি হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিসিবি ঘেরাও করা হবে। এছাড়া অন্যান্য কাউন্সিলর ও ক্রীড়া সংগঠন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x