প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। সোমবার (২১ এপ্রিল) ইসলামী ঐক্যজোটের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিইসি বৈঠক করেন।
বৈঠকে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয়, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকার দ্বারা সম্ভব। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন চায় ইসলামি ঐক্যজোট।
তবে ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজী বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার তাতে সরকারকে সহযোগিতা করতে চায় দলটি।
তিনি আরও জানান, গত ৫ সেপ্টেম্বর ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়। এই তালিকা ইসিতে জমা দেয়া হয়। তবে অনুমোদনে কিছুটা দেরি হলে ইসালমী ঐক্যজোটের প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে দেখা করেন। প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়, ইসালমী ঐক্যজোটের আর কোনো গ্রুপ নেই। এটা ছিল মূল আলোচনা।