গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জনসহ মোট ৬ জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ আছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে এ আগুন লাগে। আগুন নির্বাপনে ৭টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি ফায়ার সার্ভিসের কর্মী বলে জানা গেছে।