বগুড়ায় আদালত চত্বর থেকে মেঃ রফিকুল ইসলাম (৪০) নামে একটা আসামি পালিয়ে যায়। পলাতক রফিকুল ইসলাম দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামের লসির আকন্দের ছেলে। গত ৯ জুলাই দুপচাঁচিয়ার লখিমণ্ডপ গ্রামে গৃহবধূ ও তার শ্বশুর খুনের মামলার আসামি তিনি। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। চাঞ্চল্যকর এঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
কোর্ট পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামীর নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি লসির আকন্দের ছেলে। জানা যায়, পলাতক রফিকুল ইসলামকে সোমবার বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়। হাজতখানা থেকে ফের কারাগারে নেওয়ার সময় আদালতের হাজতখানার সামনেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। এতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং চরম অস্বস্তির সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে আদালতের মতো নিরাপদ স্থানে এমন ঘটনা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার পরিচায়ক নয়, বরং নিরাপত্তার বড় ভাঙন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। এ ঘটনায় আদালতপাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।