২৭ অক্টোবর ২০২৫ সোমবার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মারা গেছেন আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি গোলরক্ষক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

মারা গেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি। স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) খবরটি নিশ্চিত করেছে।

গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে ভর্তি করা হয়। কিন্তু পরে তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তার পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

গাত্তির ডাকনাম ছিল এল লোকো অর্থাৎ পাগল। একেবারে ভিন্নধর্মী ও উদ্ভট কৌশলের জন্য বিখ্যাত ছিলেন তিনি। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সর্বোচ্চ ৭৬৫ ম্যাচ খেলার রেকর্ড ধরে রেখেছেন তিনি। ১৯৬২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছর পেশাদার ফুটবল ক্যারিয়ারে খেলেছেন। এর মধ্যে বোকা জুনিয়র্সের হয়ে তিনি ১৯৭৭ সালে কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন।

গাত্তি শুধু একজন খেলোয়াড় ছিলেন না—তিনি ছিলেন একটি স্পষ্টভাষী চরিত্র, একটি যুগের প্রতিনিধি। তিনি অনেক সময় বিতর্কের জন্ম দিতেন। একবার তিনি দিয়েগো মারাডোনাকে ‘গর্ডিতো’ বা ‘মোটা’ বলে খ্যাপান। যার প্রতিশোধ মারাডোনা পরের ম্যাচে তার বিপক্ষে চার গোল করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x