৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:১৩ এএম

এ সম্পর্কিত আরও খবর

শিক্ষককে হাতুড়িপেটা করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:১৩ এএম

পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে (৫২) হাতুড়িপেটা করে তার দুই পা ও হাত ভেঙে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরে বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। আরেক গ্রুপ সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চানের সমর্থকরা তাঁর ওপর হামলা করে। মারাত্মক আহত বিপুল মৈত্রকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সরদার কামরুজ্জামান চানকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, হামলার ঘটনার আগে জেলা বিএনপির কার্যালয়ে কামরুজ্জামান চান তাঁর দলবল নিয়ে বৈঠক করেন। সেখানে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এলিজা জামান তাঁর বাবার প্রতিষ্ঠিত জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়েছেন যা মেনে নিতে পারেননি তারা। আর এটা নিয়েই বিরোধের সৃষ্টি।

জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়েয় ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামান বলেন, বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে বিকেলে প্রধান শিক্ষক ও অপর আরেকজন শিক্ষক মোটরসাইকেলে পিরোজপুর যাচ্ছিলেন। পথে কমদতলার ঝরঝরিতলা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দিয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x