২৭ অক্টোবর ২০২৫ সোমবার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ পিএম

এ সম্পর্কিত আরও খবর

দিল্লিতে আপনার এক বাংলাদেশি বোন আছে, তাকে ফেরত পাঠান

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ অভিযোগের জবাবে বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি পাল্টা কটাক্ষ করেছেন। বলেছেন, ‘ভারতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই। বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন আছেন। তাকে দেশে পাঠিয়ে দিন।

চলতি বছরের শেষ দিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। শাসকদল বিজেপি থেকে শুরু করে বিরোধী শিবির সবাই অভিযোগ-পাল্টা অভিযোগে সরব হয়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো—বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা অবস্থান করছে এবং তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে।

গত সপ্তাহে বিহারের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দল কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেয়ার অভিযোগ করেন। বলেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এ অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য জনসংখ্যাগত সংকট তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ নিয়ে ভিন্ন অবস্থান নেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি। মোদির উদ্দেশে তিনি বলেন, ‘বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাচল অঞ্চলে।’ বিহারের সীমাচল অঞ্চলেই ওয়াইসির দল গত নির্বাচনে আসন জয় করেছিল।

তিনি বলেন, আপনি বলছেন বিহারে বাংলাদেশি আছে। কিন্তু বিহারে নেই। আপনার দিল্লিতেই একজন বাংলাদেশি আছেন, আপনার বোন শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফেরত পাঠান। চাইলে তাকে সীমাচলে পাঠান, আমরা তাকে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর পতনের পর তিনি ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানালেও এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি মোদি সরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x