পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। ১১ রানে হেরে এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ হারান জাকের আলীরা। এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় নিলেও এখনই দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। হতাশা ঝেড়ে সংযুক্ত আরব আমিরাতেই নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হচ্ছে লিটন দাসের দলকে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ মিশন শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতেই আফগানদের আমন্ত্রণে এই সিরিজ অনুষ্ঠিত হবে। যেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।
অক্টোবরের ২ তারিখে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮ অক্টোবর থেকে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।
উল্লেখ্য, এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সুপার ফোরে এসে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো টাইগারদের। এখন দ্বিপাক্ষিক সিরিজে সেই আফগানদের বিপক্ষেই নিজেদের প্রমাণের নতুন সুযোগ পাচ্ছে লিটন-সাকিবরা।