দুবাইয়ের মন্থর উইকেটে অন্য দলগুলো রান তুলতে হিমশিম খেলেও এশিয়া কাপে ব্যতিক্রম ভারত। সুপার ফোরের শেষ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ২০৩ রানের টার্গেট দিয়েছে সূর্যকুমারের দল। সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। এছাড়া তিলক ভার্মা অপরাজিত থাকেন ৪৯ রানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দেখেশুনে খেলতে থাকে ভারত। দলীয় ১৫ ও ব্যক্তিগত ৪ রানে মহিশ থিকসানার বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার শুভমান গিল।
সূর্যকুমারের ব্যাট থেকে আসে ১২ রান। হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। শুরু থেকেই তাণ্ডব চালান অভিষেক শর্মা। এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার টানা তৃতীয়বার অর্ধশতক হাঁকান। ২২ বলে ফিফটি তুলে নেন তিনি, শেষ পর্যন্ত থামেন ৬১ রানে। পাওয়ার প্লেতে ২০০ স্ট্রাইক রেটে রান তুলে ভারতকে এগিয়ে নেন তিনি। আসালাঙ্কার বলে মেন্ডিসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে অর্ধশতক তুলে নেন অভিষেক। ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
মাঝে কিছুটা চাপ তৈরি হলেও তিলক ভার্মা দায়িত্ব নিয়ে খেলেন। মাত্র এক রানের জন্য ফিফটি হাতছাড়া হলেও ৪৯ রানে অপরাজিত থেকে দলকে ভরসা দেন এই তরুণ ব্যাটার। তবে আক্রমণাত্মক খেলতে গিয়ে হঠাৎ হার্দিক ও সঞ্জু স্যামসন দ্রুত ফিরে গেলে ধাক্কা খায় ভারত। সঞ্জু স্যামসন করেন ৩৯ রান। র্দিক পান্ডিয়া ২ ও আক্সার প্যাটেল অপরাজিত থাকেন ২১ রানে। শেষ পর্যন্ত ২০২ রানে থামে ভারতীয়দের ইনিংস। ফাইনালের দুই দল আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটি মূলত নিয়মরক্ষার। যার ফলাফল আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো প্রভাব ফেলবে না।