এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল শক্তিশালী, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ধ্বংসযজ্ঞে পড়েছে পাকিস্তান দল। ওপেনিং জুটিতে ৯.৪ ওভারে ৮৪ রান যোগ করেছিল পাকিস্তান। তবে পাকিস্তান টানা উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করে পাকিস্তান। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭ রান করে দলের ভালো শুরু এনে দেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। অন্য ওপেনার ফখর জামানও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৩৫ বলে ৪৬ রান করে আউট হন, যেখানে তার রান এসেছে দুটি চার ও দুটি ছক্কা থেকে।
পূর্বের দুই ম্যাচের মতো এদিনও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকেন। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন ফারহান।
শেষ দুই ওভারে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলের ওভার থেকে ১৩ রান তোলে এই জুটি। পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও উইকেটও হারায়নি পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.৪ ওভারে এক উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে পাকিস্তান। ৩৫ বলে আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে বিদায় নিয়েছেন ফারহান। আউট হওয়ার আগে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি।