রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই লেকে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আজ বুধবার দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয় নিখোঁজ শিশুর মরদেহ। এর আগে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, দুর্ঘটনার পর প্রথমে জীবিত উদ্ধার করা হয় যাত্রী সিরিনা বেগমকে। এরপর তার আট বছরের শিশু রানা ও ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগমের মরদেহ উদ্ধার হয়। নিখোঁজ ছিল সালমা বেগমের পাঁচ বছরের শিশুসন্তান মাসুম। পরে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। নিহত সবাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।
গতকাল রাতে আছির উদ্দীন তার স্ত্রী, সন্তান ও ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে। সেখান থেকে ফেরার পথে হঠাৎ ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে তাদের ইঞ্জিনচালিত নৌকাবোটটি বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং লংগদু জোন তেজস্বী বীর উদ্ধার অভিযানে অংশ নেয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।