৮ অক্টোবর ২০২৫ বুধবার
প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম

এ সম্পর্কিত আরও খবর

ইলিশ রক্ষায় বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম

মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রতি বছরের মত এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত। আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা আসছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।

বুধবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দিরে পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা একটু বেশি সর্তক থাকবো। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারবো।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সংস্কৃতি ধ্বংস করা যাবে না এবং কোন অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে সংখ্যা লুঘু শব্দটাই তো একটা রাজনীতি ঐক্যের বিপরীতে এটা দাঁড়ায়, আমরা একতার কথা বলতে এসেছি সকল সংস্কৃতিকে ভালোবেসি এই দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি। এই সরকার সব সময় চায় যেন কোন উৎসবেই যেন কোন শৃঙ্খলা নষ্ট না হয়।

মন্দির পরিদর্শনে আরও আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের এম্বাসীডর ডিপুটি হেড অফ মিশন দিপক ইলমার, আনসারের ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x