তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। একাদশে নেই শেখ মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের পুরো দলকেই রেখেছেন নির্বাচকরা। শুধু পাঁজরের চোটের কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলি হিসেবে দলে আসেন এনসিএলে ঝলক দেখানো সৌম্য সরকার। তবে ভিসা জটিলতায় এ ম্যাচে থাকা হচ্ছে না সৌম্যের।
সবশেষ এশিয়া কাপের একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়। এ সিরিজেও লিটনের জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করলেন জাকের আলী অনিক। অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আফগানিস্তান। এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে এ সিরিজে ভালো করার লক্ষ্য দুদলেরই।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মোহাম্মদ ইশাক ও ফরিদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।