জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে সরে আসছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
অধ্যাপক রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো দলীয় অবস্থান থেকে সরে এসে একমত হচ্ছে। আশাকরি আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সনদ সরকারের কাছে দিতে পারবো। প্রধান উপদেষ্টাকে বলেছি, ১৫ অক্টোবরের পর আর সময় বাড়ানোর প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, সনদ নিয়ে ১০৬ অনুচ্ছেদে বিচার বিভাগের পরামর্শ নেয়ার জন্য অনেক দল বলেছিল। তবে এখন অনেকে বলছে, তার দরকার নাও হতে পারে। তবে সনদ নিয়ে আইনি এবং সাংবিধানিক বৈধতা দিতে বিশেষজ্ঞদের সঙ্গেও কমিশন বৈঠক করবে বলে জানান তিনি।
এ সময় আইনসভাকে আলাদা বৈশিষ্ট্য দেয়া দরকার, যাতে সংস্কার টেকসই হয়, তা নিয়েও কার্যত ঐকমত্য হয়েছে বলে জানান অধ্যাপক রীয়াজ। সার্বিকভাবে জনগণের সম্মতি নিতে গণভোটে সব দল একমত হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, এটি বড় ধরনের অর্জন। আশা করি, অন্য সব বিষয়েও ঐকমত্য হবে।