রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনের উত্তর পাশ থেকে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পরিচয় না মেলায় লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। পুলিশের ধারণা, তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর আগে তাঁকে ধর্ষণ করা হতে পারে। আজ রোববার সকালে লাশ উদ্ধার করা হয়।
গেণ্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, মেয়েটি রাত ৩-৪টার দিকেও গেণ্ডারিয়া রেলস্টেশনের আশপাশের রেললাইনে হাঁটাহাঁটি করেছেন। এর পর যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রেলস্টেশনের আনুমানিক দুইশ গজ উত্তরে লাশ পড়েছিল। খবর পেয়ে সকাল সাড়ে ৬টায় লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটের সদস্যরা লাশের আঙুলের ছাপ সংগ্রহের পর পরীক্ষা করেছেন। কিন্তু আঙুলের ছাপ না মেলায় পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলের আশপাশের লোকজনও তার পরিচয় জানাতে পারেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে খয়েরি রঙের সালোয়ার, সাদা ফুলতোলা কামিজ ও ওড়না রয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।