৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:১৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলায় আহত ৪, আটক ৭

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ৯:১৪ পিএম

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ কোস্টগার্ডের চার সদস্য আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত ৭ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। আটক জেলেরা হলেন- জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পিডবোট ক্ষতিগ্রস্তসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোস্টগার্ডের চার সদস্য আহত হন।

তিনি আরও জানান, পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x