পাকিস্তানে ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। খবর ডন ও জিও নিউজের।
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরীর মতে, পাকিস্তানের মাটিতে ভারতের আক্রমণের ফলে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন। বুধবার রাত ১টার পর পাকিস্তান জুড়ে অপারেশন সিন্দুর নামে ধারাবাহিক হামলা চালায় ভারত।
আইএসপিআর বলছে, ছয়টি স্থানে বিভিন্ন অস্ত্রের সাহায্যে ২৪টি আঘাতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের সেনাবাহিনী এ হামলা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। তারা পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ব্রিগেড সদর দপ্তর এবং চেকপোস্ট ধ্বংস করে।
বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে, সমস্ত অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পহেলগাম ট্র্যাজেডির পর আসন্ন ভারতীয় সামরিক আক্রমণের বিষয়ে ইসলামাবাদের ধারাবাহিক সতর্কবার্তার পর দুদেশের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।