নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা রিয়াজ সরকার সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে গেছে। শনিবার ( ৩১ মে) রাত সাড়ে ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় রিয়াজ সরকার সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুর হাসান।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে সরকার সুপার মার্কেটে দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে দোকানগুলোতে থাকা মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত হয়নি।
এবিষয়ে মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুর হাসান জানান, খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।