সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন।
গতকাল শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
আজ শনিবর (৩১ মে) দুপুর ১২টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে বিজয়ী হন আনোয়ারুল আজিম। ২০১৬ সালে তিনি বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।