৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১ জুন ২০২৫, ১১:৫৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিতে অবদান রাখায় ৫৬ অনিবাসী বাংলাদেশি সিআইপি নির্বাচিত

প্রকাশ : ১ জুন ২০২৫, ১১:৫৬ পিএম

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিন ক্যাটাগরিতে ৫৬ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) সিআইপি নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ জুন) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গে‌জে‌টে উল্লেখ করা হয়, ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখার ক্ষেত্রে ২০২৪ সালের জন্য তিন ক্যাটাগরিতে ৫৬ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) সিআইপি নির্বাচিত করেছে।

যার মধ্যে বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি হিসেবে ২ জন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ৪৫ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৯ জনকে এই মর্যাদা দেওয়া হয়েছে।

গেজেটে বলা হয়, নির্বাচিত সিআইপিদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরকার অনুমোদিত পরিচয়পত্র দেওয়া হবে। তার অনুকূলে প্রদত্ত সিআইপি (এনআরবি) পরিচয়পত্রের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন। সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হতে পারবেন।

দেশ ও বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয়দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা ইত্যাদিসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষ্যে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x