২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও সংস্কার ইস্যুতে জুলাইয়ে ঢাকায় বড় সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১০ জুন) দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঢাকায় সমাবেশ করার আগে দেশের বিভিন্ন প্রান্তে লং মার্চ করবেন তারা।
পুনর্গঠন ছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দলটি নির্বাচনে যাবে না বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে নানা কর্মসূচি নিয়েছে অভ্যুত্থান পরবর্তী জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি। জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে দেশের বিভিন্ন প্রান্তে লং মার্চের পাশাপাশি জুলাইয়ে ঢাকায় বড় সমাবেশ করবে দলটি।
বর্তমান ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ইসি পুনর্গঠন না হলে তারা নির্বাচনে যাবেন না। আগামী নির্বাচিত সরকারে কাছে সংস্কার কাজ ছেড়ে দিলে তা বাস্তবায়িত হবে না জানিয়ে সারোয়ার তুষার বলেন, এপ্রিলের আগে মৌলিক সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারকে করতে হবে।