৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:৪৬ পিএম

এ সম্পর্কিত আরও খবর

নগর ভবন তালাবদ্ধ তাই ওয়াসা ভবনে মশা নিয়ন্ত্রণের বৈঠক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:৪৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন তালাবদ্ধ থাকায় কারওয়ানবাজারে ওয়াসা ভবনে এডিস মশা নিয়ে বৈঠক করলেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বুধবার ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে ডিএসসিসির কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক এডিস মশার বিস্তার রোধে দ্বিগুণ হারে কীটনাশক ব্যবহারের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, ডিএসসিসির প্রশাসক ছাড়াও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও আছেন তিনি।

ডিএসসিসি জানায়, ডিএসসিসি এলাকায় এডিস মশার বিস্তার রোধে করণীয় নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন ও করোনা প্রতিরোধে একটি জরুরি সভা বুধবার বেলা সাড়ে ১০টায় ওয়াসা ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এডিস মশার বিস্তার রোধকে বর্তমানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এজেন্ডা নির্ধারণ করে বিস্তারিত আলোচনা হয়। তাৎক্ষণিক ফলাফল লাভে সভায় আগামী ১৪ জুন থেকে ডিএসসিসি এলাকায় এডাল্টিসাইডিং কার্যক্রমে (ফগার মেশিন দ্বারা পরিচালিত) বর্তমানে ব্যবহৃত ৩০ লিটার কীটনাশকের পরিবর্তে দ্বিগুণ পরিমাণ অর্থাৎ ৬০ লিটার কীটনাশক প্রতিদিন ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

মশককর্মীদের সকাল ও বিকেলের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সঠিক অনুপাতে কীটনাশক প্রয়োগ যাচাইকরণ, মোবাইল কোর্ট পরিচালনা এবং মশককর্মী দ্বারা বাড়ির ভেতর, আঙিনা ও ছাদের জমানো পানিসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করে অঞ্চলভিত্তিক ডেঙ্গু মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া, ডেঙ্গু ও করোনা বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজকে, মোবাইল নম্বরঃ ০১৮৪১২১১০৯৮ ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে তালাবদ্ধ রয়েছে নগর ভবন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x