২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:২১ এএম

এ সম্পর্কিত আরও খবর

সর্বোচ্চ মুনাফা দিচ্ছে ডাকঘর, টাকা জমা রাখার সঠিক নিয়ম

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:২১ এএম

২০২৫ সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংকের (পিওএসবি) মেয়াদী হিসাবের নতুন বিনিয়োগ নির্দেশিকা ও মুনাফার হার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই স্কিমের আওতায় দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকরা অত্যন্ত আকর্ষণীয় হারে মুনাফা পাওয়ার সুযোগ পাচ্ছেন। নতুন নিয়ম অনুযায়ী, বিনিয়োগ সীমা, মেয়াদের ভিত্তিতে মুনাফার হার ও কর কর্তনের বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়েছে।

ডাকঘরের মেয়াদী হিসাবের মুনাফার হার (২০২৫):
১ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.২০% (ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ৯.০০%)
২ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.৭০% (ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ৯.৫০%)
৩ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১১.২৮% (ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ১০.০০%)

বিনিয়োগ সীমা:
একক হিসাবধারী: সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।
যুগ্ম হিসাব: সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের অনুমোদন রয়েছে।

কর কর্তন ও মুনাফা হিসাব:
যদি কেউ ১,০০,০০০ টাকা তিন বছরের মেয়াদে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে মোট মুনাফা হবে ৩৩,৮৪০ টাকা। এই পরিমাণ থেকে ১০% উৎসে কর কেটে ৩,৩৮৪ টাকা বাদ দেওয়া হবে। ফলে নিট মুনাফা হিসেবে বিনিয়োগকারী পাবেন ৩০,৪৫৬ টাকা।

হিসাব খোলার জন্য প্রয়োজনীয়তা:
ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাব খোলার সময় নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হয়:
২ কপি পাসপোর্ট সাইজের ছবি। জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ / পাসপোর্টের ফটোকপি। নমিনীর ক্ষেত্রেও একই ধরনের ডকুমেন্ট প্রয়োজন।

ডাকঘর মেয়াদী হিসাবের বিশেষ সুবিধাসমূহ:
প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলনের সুযোগ। স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা। সরকার কর্তৃক গ্যারান্টেড, তাই নিরাপদ বিনিয়োগ। নমিনী পরিবর্তন বা বাতিলের সুবিধা।

ফরম সংগ্রহ ও আবেদন পদ্ধতি:
ডাকঘর মেয়াদী হিসাব খোলার নির্ধারিত ফরম সরাসরি নিকটস্থ ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে অথবা অনলাইনে ডাউনলোড করার সুবিধাও রয়েছে। মেয়াদী ও সাধারণ হিসাবের জন্য আলাদা ফরম রয়েছে। এ ছাড়াও চেকের মাধ্যমে জমা, উত্তোলন, নমুনা স্বাক্ষর কার্ড, রসিদসহ সব ধরনের ফরম সহজলভ্য।

২০২৫ সালে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাব একটি লাভজনক ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে নির্ধারিত মুনাফার হার বর্তমান ব্যাংকিং খাতের তুলনায় তুলনামূলকভাবে বেশি হওয়ায়, এই স্কিমে সাধারণ জনগণের আগ্রহ বাড়ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x