২ আগস্ট ২০২৫ শনিবার
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৭:১৪ পিএম

এ সম্পর্কিত আরও খবর

গাজীপুর বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৭:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিএনপির নবঘোষীত আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষো করে দলের একাংশের নেতাকর্মীবৃন্দ। এসময় ঘোষীত কমিটির নেতাকর্মীরা বাধা দিলে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিএনপি দলীয় সূত্র জানায়, শনিবার (১৪ জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলার বিএনপি এবং পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। দলের জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১ নং আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত দলীয় প্যাডে ওইসব অনুমো দেওয়া হয়।

ঘোষীত কমিটি অনুমোদনের পর থেকেই কালিয়াকৈর উপজেলা বিএনপির এক অংশ ওই কমিটিকে প্রত্যাখ্যান করে। এর জেরে রবিবার দুপুরে তারা উপজেলার সাহেব বাজারে পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এদিকে, নবঘোষীত কমিটিকে অভিনন্দন জানিয়ে অপর একটি অংশ এদিন সকালে বিজয় মিছিল করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের নেতাকর্মীদেরকে শান্ত করার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের নেতা কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানি গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয় ।

এসময় দৌড়ে যাওয়ার সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অপ্রীতিক ঘটনা এড়াতে সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মুহুর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও তার আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষের নেতা কর্মী আটক হয়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x